রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রায় ১০ দিন ধরে এক দলছুট হনুমান ছুটে বেড়াচ্ছে; তাকে দেখতে শতশত উৎসুক মানুষ ভিড় জমাচ্ছে এবং কোথায় কোন ব্যবস্থা নেওয়া হবে তা অনিশ্চিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে হনুমানটি পৌর এলাকার শালঘরিয়ায় ছিল; বর্তমানে দেবীপুর গ্রামে দেখা গেছে। এর আগেও বিভিন্ন গ্রামে এ হনুমানকে দেখা গেছে — এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটে ফিরে বেড়াচ্ছে। লোকজন খাবার ছুড়ে দিচ্ছে, কিন্তু প্রাণীটি খাবার খাচ্ছে না; শুঁকে চলে যাচ্ছে এবং অনাহারে দুর্বল হয়ে পড়েছে।
স্থানীয়দের বরাতে খবর, মানুষদের উৎসাহ ও কৌতুকপূর্ণ আচরণই এখন প্রধান সমস্যা—কোথাও ঢিল ছোড়া হচ্ছে, কোথাও কিশোররা লাঠিপেটা করছে। উপজেলা ও পৌর এলাকায় ১০ দিন ধরে বিচরণ করলেও প্রশাসনের থেকে প্রাণী উদ্ধারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠেছে।
নামোদুরখালী গ্রামের আকতার হোসেন জানান, বন বিভাগে যোগাযোগ করলেও তারা বলেছে পর্যাপ্ত লোকবল নেই এবং স্থানীয়দের হনুমানটিকে খাবার দিতে নিষেধ করেছে। একইভাবেই ঘটনাস্থলে থাকা শামসুজ্জোহা বলেন, হনুমানটি পঞ্চগড় থেকে বাঁশের ট্রাকে এসে থাকতে পারে; দ্রুত ব্যবস্থা করা না হলে মানুষের অত্যাচার ও অনাহারে এটি মারা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি; এই উপজেলায় বন কর্মকর্তা না থাকায় ঘটনা জেলা বন বিভাগকে জানানো হবে এবং আশা করা হচ্ছে দ্রুত তারা উদ্যোগ নেবে। রাজশাহী জেলা বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, উদ্ধার সমাধান নয়—তাকে খাবার দিলে সে আটকিয়ে পড়বে; প্রাকৃতিকভাবেই পূর্বের স্থানে ফিরে যাবে বলে তিনি মনে করেন এবং অনাকাঙ্খিত উত্ত্যক্ত না করার পরামর্শ দিয়েছেন।