
রাজশাহীর বাঘায় আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর থেকে এক দলছুট বন্য প্রাণীর দেখা মিলেছে। প্রথমে অনেকে এটিকে হনুমান মনে করেছিলেন, তবে জেলা বন্য প্রাণী অধিদপ্তর নিশ্চিত করেছে, এটি রেসাস জাতের বানর।
উপজেলা পরিষদ চত্বর ও আশপাশে বানরটি লাফিয়ে বেড়ে চলছিল। উপজেলা মডেল মসজিদের কর্মী আশরাফ আলী জানান, “হঠাৎ করে উপজেলা পরিষদের প্রাচীরের ওপরে প্রাণীটি চোখে পড়ে। এটিকে হনুমান মনে হয়েছিল। কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছি।”
শাহিদুল ইসলাম নামে এক কলেজশিক্ষক বলেন, প্রাণীটিকে কখনো প্রাচীরের ওপর আবার কখনো নিচে লাফিয়ে লাফিয়ে বেড়াতে দেখেছেন। তবে এটিকে বানর না হনুমান তা তিনি স্পষ্টভাবে বলতে পারছেন না।
বন্য প্রাণী অধিদপ্তর সূত্রে জানা গেছে, রেসাস বানরের রং ধুলো-বাদামি থেকে লালচে-গোলাপি হয়। মুখমণ্ডলে খুব কম পশম থাকে, পাঁজরের রঙ মুখের মতোই এবং মাঝারি দৈর্ঘ্যের লেজ থাকে। গড় উচ্চতা ২০৭.৬ থেকে ২২৮.৯ মিলিমিটার (৮.১৭–৯.০১ ইঞ্চি)।
রাজশাহী বন্য প্রাণী অধিদপ্তরের পরিদর্শক জাহাঙ্গীর কবীর বলেন, “এটি রেসাস বানর, হনুমান নয়। এরা মূলত টাঙ্গাইলের মধুপুর ভায়াল বনাঞ্চলের বাসিন্দা। বনগুলো খণ্ডিত হওয়ার কারণে দলছুট হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। মানুষের উচিত তাদের বিরক্ত না করা এবং দয়া দেখিয়ে মুক্ত চলাচলে সহায়তা করা। তবে খাবার দিলে তারা এলাকা ছাড়বে না।”