১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা মামুন

admin
প্রকাশিত ০৫ জুলাই, শনিবার, ২০২৫ ১৬:০০:৪২
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা মামুন

Manual6 Ad Code

সাইদুর রহমান : রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনকে সাধারণ সম্পাদকের পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাবের হলরুমে আয়োজিত প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও ভাষাসৈনিক পরিবারের সদস্য জনাব সাইদুর রহমান।

 

 

Manual7 Ad Code

 

সভায় রাজশাহীতে সাংবাদিক নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর চলমান অভিযানকে স্বাগত জানিয়ে বলা হয় ,“রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী নজরুল ইসলাম জুলুকে গ্রেফতার যথেষ্ট নয়, তার দোসরদেরও অবিলম্বে গ্রেফতার করে তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

Manual8 Ad Code

 

 

 

 

Manual4 Ad Code

” সভায় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক আবু কাউসার মাখন ও মো. নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, অর্থ সম্পাদক আলামিন, পাঠাগার সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম, রেজাউল করিম, রাজিব আলী রাতুল, মোঃ রাউফ উদ্দিন রাফি ও মশিউর রহমান প্রমুখ। সভায় নেতৃবৃন্দ রাজশাহী প্রেসক্লাবকে পেশাদার সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষার সংগঠন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্তসহ রাজশাহী প্রেসক্লাব ভাংচুর এর ঘটনার তীব্র নিন্দা জানান।

Manual7 Ad Code