রান্নাঘর রক্ষিত বিদেশি মদ সীমান্তের মাদক রেজাইল পুলিশের খাঁচায়

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

রান্নাঘর  রক্ষিত  বিদেশি মদ  সীমান্তের  মাদক রেজাইল  পুলিশের খাঁচায়

এমদাদুর রহমান চৌধুরী জিয়া : রান্নাঘর থেকে রক্ষিত অবস্থায় বিদেশি মদের চালান সীমান্তের আলোচিত শীর্ষ মাদক কারবারি রেজাইল করিমকে ওরফে মাদক রেজাইল এখন পুলিশের খাঁচায়।

 

সোমবার মাদক মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রেজাউল সুনামগঞ্জের তাহিরপুরের উওর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট সীমান্ত গ্রাম লাকমা নয়াপাড়ার শাহাব উদ্দিনের ছেলে।
র‌্যাব, বিজিবি,পুলিশ ও স্থানীয়দের দেয়া তথ্য অনুয়ায়ী রেজাউল টেকেরঘাট সীমান্তের একজন পেশাদার আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী।

 

সোমবার রাতে তাহিরপুর থানা পুলিশ জানায়, থানা পুলিশের একটি টিম রবিবার রাতে উপজেলার টেকেরঘাট সীমান্তের লাকমা নয়াপাড়ায় নিজ বসতবাড়ির রান্নাঘরে রক্ষিত অবস্থায় বস্তাভর্তি ৪৮ বোতল বিদেশি মদ জব্দ করে।
ওই সময় ঘরের মালিক পেশাদার মাদক ব্যবসায়ী রেজাউলকে গ্রেফতার করে পুলিশ।

 

এ অভিযানের কিছুদিন পুর্বে রেজাউলের বসতবাড়ির পাশ থেকে থানা পুলিশ বিদেশি মদের চালান জব্দ করলে সে তাৎক্ষণিক দৌড়ে বাড়ির পাশের্^র সীমান্ত পেরিয়ে ভারতে চলে যায়।

 

অভিযোগ রয়েছে,উপজেলার টাঙ্গুয়ার হাওর হাউসবোট কেন্দ্রীক, টেকেরঘাট শহীদ সিরাজ লেকে আসা পর্যটকনামী মাদকসেবী,সীমান্ত জনপদের মাদকসেবীদের নিকট মুঠোফোনে অর্ডার নিয়ে বিদেশি মদ বিক্রয়ের পাশাপাশী স্ত্রীর সহযোগিতায় নিজ বসত বাড়িতে নিয়মিত মাদকসেবনের আসর বসায়রেজাউল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ