২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রজব, ১৪৪৭ হিজরি

রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ

admin
প্রকাশিত ২১ ডিসেম্বর, রবিবার, ২০২৫ ২৩:০৫:২৬
রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ

Manual8 Ad Code

রাজশাহী, ২১ ডিসেম্বর:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী হিসেবে পরিচিত ছয়জন ডিন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে এক সভায় তাঁরা এ সিদ্ধান্ত জানান।

Manual5 Ad Code

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, ‘আমরা শিক্ষার্থী ও ডিনদের সঙ্গে আলোচনা করেছি। সেখানে ডিনরা তাঁদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন।’

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস এম একরাম উল্ল্যাহ বলেন, ‘আজ কী হয়েছে, সেটা জানি না। তবে আমরা জানিয়েছি, আমরা দায়িত্ব পালন করতে ইচ্ছুক না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘অনেক দিন ধরেই একটি সমস্যার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম, যার একটি সুরাহা হতে চলেছে। আগামীকাল (সোমবার) অফিশিয়ালি আমরা জানাব।’

এর আগে রোববার সকাল ১০টার দিকে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্সে যান। এ সময় তাঁরা ডিনস কমপ্লেক্সসহ বিভিন্ন ভবনে অবস্থিত ডিনদের চেম্বারে তালা ঝুলিয়ে দেন। ওই দিন ডিনদের কেউই নিজ নিজ বিভাগে ক্লাসে যাননি।

Manual2 Ad Code

পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা রেজিস্ট্রার দপ্তরে গিয়ে তাঁদের দাবি জানান। এ সময় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল দাবি আদায় না হওয়া পর্যন্ত রেজিস্ট্রার ভবন ত্যাগ না করার ঘোষণা দেন। একপর্যায়ে শিক্ষার্থীরা রেজিস্ট্রার দপ্তরসহ সহ-উপাচার্য ও প্রক্টর দপ্তরেও তালা দেন। প্রায় আধা ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়।

Manual3 Ad Code

পরে সহ-উপাচার্য, প্রক্টর ও জনসংযোগ দপ্তরের প্রশাসকের সঙ্গে শিক্ষার্থীদের একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে কোনো সিদ্ধান্ত না হওয়ায় রাতে আরেকটি সভা ডাকার ঘোষণা দিয়ে সভা শেষ করা হয়।

Manual3 Ad Code

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর শিক্ষক সমিতি, ডিন, সিন্ডিকেট, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি এবং শিক্ষা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২টি অনুষদের মধ্যে ছয়টি অনুষদের ডিন নির্বাচিত হন আওয়ামীপন্থী হলুদ প্যানেল থেকে। গত বুধবার এসব ডিনের নির্ধারিত মেয়াদ শেষ হলেও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তাঁদের দায়িত্বে থাকার নির্দেশ দিয়েছিলেন উপাচার্য।