
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞানের শিক্ষার্থী সায়মা হোসাইনের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, আগামী তিন দিন ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করবেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ডে লিখেছেন—
‘দায়িত্বে গাফিলতি কেন? প্রশাসন জবাব চাই’,
‘চিকিৎসাকেন্দ্র নামে নাপা সেন্টার সংস্কার চাই’,
‘আজ সায়মা, কাল আমি, নয়তো আপনি’,
‘সায়মা হত্যার বিচার চাই’।
চার দফা দাবিগুলো হলো—
১️⃣ সায়মার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা,
২️⃣ নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া,
৩️⃣ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সংস্কার, এবং
৪️⃣ বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলের একটি অংশ সায়মার নামে নামকরণ করা।
শিক্ষার্থীদের অভিযোগ, সাঁতার প্রশিক্ষকদের গাফিলতির কারণে সায়মার মৃত্যু হয়েছে। তাঁরা উপস্থিত থাকলেও সময়মতো উদ্ধার ব্যবস্থা নেননি।
সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইবনে ফজল বলেন, “একজন শিক্ষার্থী ডুবে যাচ্ছেন অথচ প্রশিক্ষকেরা কোনো ব্যবস্থা নেননি—এটা অকল্পনীয়।”
অন্য শিক্ষার্থী মাহাদি হাসান বলেন, “রাষ্ট্র ও প্রশাসন এই মৃত্যুর দায় এড়াতে পারে না। তিন দিনের মধ্যে দাবি না মানলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে মারা যান সায়মা হোসাইন। এ ঘটনার পর শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।