২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রামপালে সেনা ক্যাম্পে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু

admin
প্রকাশিত ০৫ অক্টোবর, রবিবার, ২০২৫ ১৮:৩০:৪০
রামপালে সেনা ক্যাম্পে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু

Manual8 Ad Code

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুতায়িত হয়ে সেনাসদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে অস্থায়ী ক্যাম্পের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহতরা হলেন সেনাসদস্য মো. আরিফ হাসান (২৭) ও বেসরকারি কর্মচারী ধোপা হাছিব খান (১৯)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অস্থায়ী সেনা ক্যাম্পের ছাদে শুকানো কাপড় আনতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন হাছিব খান। তখন পাশে থাকা সেনাসদস্য আরিফ হাসান তাঁকে উদ্ধার করতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন।

Manual2 Ad Code

ওসি আরও জানান, অপর এক সেনাসদস্য বাঁশ দিয়ে বৈদ্যুতিক তার সরিয়ে দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই দুজনের মৃত্যু হয়।

Manual8 Ad Code