সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫
পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা কর্তৃক আল্লাহর শানে কটুক্তি ও সোহেল হাসান গালিব কর্তৃক রাসূল (সা.) কে অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসাথে ফ্যাসিস্ট রেজিমের র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন কর্তৃক বন্দী ধর্ষণের বিচার চেয়েছেন তারা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ জুমআ বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে, কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সজিব মিয়া, বিএমবি বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান, লোক প্রশাসন বিভাগের আব্দুস সবুর ও সমাজকর্ম বিভাগের আজাদ শিকদার।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আল্লাহর শানে বেয়াদবি ও রাসুলকে অবমাননা করে রাখাল রাহা ও সোহেল হাসান গালিব আমাদের কলিজায় আঘাত দিয়েছে। বাংলার তৌহিদি জনতা এ বিষয়কে কোনোভাবেই মেনে নিতে পারছে না।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনে ও বিগত বছরগুলোতে জনগণের পক্ষে কথা বলেছে তৌহিদী জনতা। কোনো নাস্তিক, কোনো সুশীল, কোনো বাম রাম এ দেশের জনগণের পক্ষে কথা বলে নাই। তারা শুধু সুবিধা ভোগ করেছে। রাখাল রাহা ও সোহেল হাসান গালিবকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ আইনে বিচার করা হোক। এছাড়া র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনকে ধর্ষণের দায়ে ফাঁসি দেওয়া হোক। অন্তর্বর্তী সরকারকেই এ বিচার নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, আগামীতে যদি আল্লাহ ও নবীর শানে কেউ বেয়াদবি করার দুঃসাহস দেখায়, তাহলে এ দেশের তৌহিদী জনতা তাদের চোখ উপড়ে ফেলবে। কোনো আল্লাদ্রোহীদের ঠাঁই এ দেশে হবে না।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD