১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাসূলের শানে কটুক্তির প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

admin
প্রকাশিত ২১ ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৫ ২২:১২:১৯
রাসূলের শানে কটুক্তির প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

Manual6 Ad Code

পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা কর্তৃক আল্লাহর শানে কটুক্তি ও সোহেল হাসান গালিব কর্তৃক রাসূল (সা.) কে অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ ‍ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসাথে ফ্যাসিস্ট রেজিমের র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন কর্তৃক বন্দী ধর্ষণের বিচার চেয়েছেন তারা।

Manual8 Ad Code

 

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ জুমআ বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে, কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

 

Manual7 Ad Code

 

 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সজিব মিয়া, বিএমবি বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান, লোক প্রশাসন বিভাগের আব্দুস সবুর ও সমাজকর্ম বিভাগের আজাদ শিকদার।

 

 

 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আল্লাহর শানে বেয়াদবি ও রাসুলকে অবমাননা করে রাখাল রাহা ও সোহেল হাসান গালিব আমাদের কলিজায় আঘাত দিয়েছে। বাংলার তৌহিদি জনতা এ বিষয়কে কোনোভাবেই মেনে নিতে পারছে না।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

 

 

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনে ও বিগত বছরগুলোতে জনগণের পক্ষে কথা বলেছে তৌহিদী জনতা। কোনো নাস্তিক, কোনো সুশীল, কোনো বাম রাম এ দেশের জনগণের পক্ষে কথা বলে নাই। তারা শুধু সুবিধা ভোগ করেছে। রাখাল রাহা ও সোহেল হাসান গালিবকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ আইনে বিচার করা হোক। এছাড়া র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনকে ধর্ষণের দায়ে ফাঁসি দেওয়া হোক। অন্তর্বর্তী সরকারকেই এ বিচার নিশ্চিত করতে হবে।

 

 

শিক্ষার্থীরা বলেন, আগামীতে যদি আল্লাহ ও নবীর শানে কেউ বেয়াদবি করার দুঃসাহস দেখায়, তাহলে এ দেশের তৌহিদী জনতা তাদের চোখ উপড়ে ফেলবে। কোনো আল্লাদ্রোহীদের ঠাঁই এ দেশে হবে না।