সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪
রায়গঞ্জের পাঙ্গাঁসীতে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে গড়ে উঠেছে মাছের আড়ৎ
সাথী সুলতানা,স্টাফ রিপোর্টার::- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাঁসী বাজারের পাশে ০৮ নং পাঙ্গাঁসী ইউনিয়ন পরিষদ এবং উপজেলা প্রসাশনকে না জানিয়ে অবৈধভাবে গড়ে উঠেছে মাছের আড়ৎ। গত ৩০ শে এপ্রিল ২০২৪ ইং সরেজমিনে গিয়ে জানা যায় গত প্রায় ১৫ বছর যাবত এই মাছের আড়ৎ সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে প্রতিদিন প্রায় কোটি টাকার ব্যাবসা করে মাছের আড়ৎ কমিটি লাখ লাখ টাকার সুবিধা ভোগ করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে । প্রতিদিন এই মাছের আড়ৎ-এ সকাল ১০ টা থেকে বেলা একটা পযর্ন্ত জমজমাট ভাবে প্রায় কোটি টাকার মাছ ক্রয় বিক্রয় হয়ে থাকে । এবং এই অবৈধ মাছের আড়ৎ কে কেন্দ্র করে আঞ্চলিক মহাসড়কে আড়ৎ চলাকালীন সময়ে অবৈধ নসিমন, করিমন ও অটোরিকশার কারনে যানজট লেগে জন চলাচলের ভোগান্তি সৃষ্টি হয় এবং মাছের আসযুক্ত পঁচা ও নোংরা পানিতে এলাকার পরিবেশ দূষিত হয়ে থাকে । এতে মানবদেহে বিভিন্ন জটিল কঠিন রোগের জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে বলে মনে করেন এলাকার সচেতন সমাজ মহল । এবিষয়ে আড়ৎ পরিচালনা কমিটির লিটন, মইনুল, সুকিত সহ আরও আনেকে বলেন, আমরা প্রায় ১৫ বছর ধরে এই ব্যাবসা পরিচালনা করে আসছি । বর্তমান স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা প্রসাশনকে এই বিষয়ে বলা হয়নি । এবং সরকারি রাজস্ব খাতে কোনকিছু করা হয় নাই । অন্য দিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (নান্নু) বলেন, মাছের আড়ৎ কমিটি তাদের মনগড়া ভাবে দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রসাশনকে না জানিয়ে প্রতিদিন প্রায় কোটি টাকার ব্যাবসা করে আসছে । এ বিষয়ে উপজেলা প্রসাশনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD