২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধর: হিজড়া সম্প্রদায়ের ১২ জন গ্রেপ্তার

admin
প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ ২২:৩১:৩৮
রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধর: হিজড়া সম্প্রদায়ের ১২ জন গ্রেপ্তার

Manual4 Ad Code

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুর বাড়ি মোড় থেকে তাদের আটক করা হয়।

Manual1 Ad Code

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাজলী, ইমন, কোহেলী হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।

Manual8 Ad Code

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুর বাড়ি মোড়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল তারা। মানবিক কারণে এত দিন ব্যবস্থা নেওয়া হয়নি। তবে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকে মারধর করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়।

Manual4 Ad Code

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।