রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
নতুন সেবার বৈশিষ্ট্য
রূপালীক্যাশে গ্রাহকেরা পাবেন—
-
ই-কেওয়াইসি-ভিত্তিক অ্যাকাউন্ট খোলার সুবিধা
-
নগদ অর্থ জমা ও উত্তোলন
-
ওয়ালেট টু ওয়ালেট ফান্ড ট্রান্সফার
-
ব্যালেন্স ও লেনদেন স্টেটমেন্ট দেখা
-
বেতন প্রদান ও গ্রহণ
-
মোবাইল রিচার্জ
-
মার্চেন্ট বিল পরিশোধ
-
রূপালী ব্যাংকের হিসাব থেকে রূপালীক্যাশে বিনা চার্জে টাকা স্থানান্তর
এমডির বক্তব্য
উদ্বোধনী অনুষ্ঠানে এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন,
“দায়িত্বে আসার পর আমার লক্ষ্য ছিল প্রযুক্তিতে শীর্ষে যাওয়া। আমাদের আইটি টিমের প্রচেষ্টায় সেই লক্ষ্য পূরণে আমরা এক ধাপ এগিয়েছি।”
পটভূমি
রূপালী ব্যাংক ২০১৬ সাল থেকে ‘শিওরক্যাশ’ ব্র্যান্ডে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস পরিচালনা করে আসছিল। এর মাধ্যমে প্রাথমিক উপবৃত্তি, ভাতা বিতরণ, ভর্তুকি, ইউটিলিটি বিল পরিশোধসহ নানা আর্থিক সেবা দেওয়া হচ্ছিল। এবার নতুন ব্র্যান্ড ‘রূপালীক্যাশ’-এর মাধ্যমে গ্রাহকেরা আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী রেটে লেনদেন করতে পারবেন।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংকই প্রথম নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু করল।
উপস্থিতি
অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তা, অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম ও জয়ন্ত কুমার ভৌমিকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।