সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪
রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা, উত্তেজনা
ডেস্ক রিপোর্ট :: খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফিরে আসার বার্তাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে খুলনা রেলস্টেশনে এ ঘটনা ঘটে। খুলনা রেলওয়ে পুলিশের ওসি ফেরদৌস আলম খান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
আটককৃতের নাম আসলাম হোসেন ওরফে অফিস সেন্টু। ডিজিটাল স্ক্রোলিংয়ে বিষয়গুলো কন্ট্রোল করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গিয়ে স্টেশন ভবনে বিক্ষোভ করতে থাকে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ মো. আসলাম হোসেন সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।
খুলনা রেলওয়ে পুলিশের ওসি ফেরদৌস আলম খান বলেন, বিষয়টি দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও আমরা পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। সেন্টু নামে একজন এটি কন্ট্রোল করে। স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। আমরা এখানে এসে তাকে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র – কালবেলা
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD