১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘রোজার আগে নির্বাচন হতে হবে’ — কুড়িগ্রামে মান্না

admin
প্রকাশিত ০৭ ডিসেম্বর, রবিবার, ২০২৫ ২০:৫৫:২৬
‘রোজার আগে নির্বাচন হতে হবে’ — কুড়িগ্রামে মান্না

Manual6 Ad Code

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন বিলম্বিত হলে দেশজুড়ে শঙ্কা বাড়বে বলে তিনি মন্তব্য করেন।

Manual4 Ad Code

আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

Manual1 Ad Code

মান্না বলেন, “আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের ৭–৮ তারিখে তফসিল ঘোষণা হবে। পরে শোনা গেল ১১ তারিখ। এখন আবার বলছে তারা এ বিষয়ে কোনো কথা বলবে না। রোজার আগেই নির্বাচন হতে হবে—এটাই আমাদের দাবি।”

খালেদা জিয়ার স্বাস্থ্য ও নির্বাচনী পরিস্থিতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মান্না বলেন,
“গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অসাধারণ অবদান রয়েছে। তার স্বাস্থ্য নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তিনি সুস্থ হয়ে নির্বাচনী প্রক্রিয়ায় থাকুন—এটাই আমরা চাই।”

Manual5 Ad Code

বিএনপি ও সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা প্রসঙ্গে

মান্না বলেন, “১৫ বছর ধরে বিএনপিসহ সমমনা দলগুলো আমাদের সঙ্গে আছে। যোগাযোগ চলছে, আলাপ-আলোচনা হচ্ছে। তবে এখনো কোনো নির্বাচনী সমঝোতা হয়নি। আমরা এককভাবে কিছু করতে চাই না।”

সমাবেশে বক্তব্য ও প্রার্থী পরিচিতি

পরে স্বাধীনতার বিজয়স্তম্ভে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তিনি। মান্না বলেন,
“জনগণের কল্যাণে অঙ্গীকার করলে আমরা যে কোনো দলের সঙ্গে আছি। বিএনপি করলে বিএনপির সঙ্গে আছি।”

Manual8 Ad Code

সমাবেশে তিনি জাতীয় পার্টির সাবেক নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আব্দুস সালামকে কুড়িগ্রাম-২ আসনে নাগরিক ঐক্যের দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা আহ্বায়ক মেজর (অব.) আব্দুস সালাম, সদস্যসচিব জোহবাদুল ইসলাম বাবলুসহ অন্যান্য নেতা-কর্মীরা।