
২০২৬ বিশ্বকাপের প্রচারণার জন্য প্রকাশিত একটি পোস্টারে ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি না রাখায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ভক্তদের তীব্র প্রতিবাদের পর শেষ পর্যন্ত কোনো ব্যাখ্যা ছাড়াই পোস্টারটি মুছে ফেলেছে সংস্থাটি।
২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র। ড্রকে সামনে রেখে প্রচারণা জোরদার করতেই ফিফা ৪২টি দল থেকে একজন করে তারকা ফুটবলারের ছবি দিয়ে পোস্টারটি প্রকাশ করেছিল।
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ইংল্যান্ডের হ্যারি কেন এবং নরওয়ের আর্লিং হাল্যান্ডকে পোস্টারে দেখা গেলেও পর্তুগালের ক্ষেত্রে বিতর্ক বাধে। প্রত্যাশা ছিল পর্তুগালের প্রতিনিধিত্ব করবেন রোনালদো। কিন্তু তাঁর বদলে রাখা হয় ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজকে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন রোনালদো ভক্তরা। একজন ভক্ত লিখেন, “সম্পাদক কি রোনালদোকে ভুলে গেছেন? মনে হয় তিনি মেসির ভক্ত।” আরেকজন মন্তব্য করেন, “রোনালদোর পোস্টারের প্রয়োজন নেই, বরং পোস্টারেরই রোনালদো দরকার।” কেউ কেউ অভিযোগ করেন, “সিআরসেভেন সব সময় আলোচনার কেন্দ্রে থাকেন, তাই ইচ্ছাকৃতভাবেই তাঁর ছবি বাদ দেওয়া হয়েছে।”
ভক্তদের এই সমালোচনার পর বোলাভিপের খবরে বলা হয়, ফিফা কোনো ব্যাখ্যা না দিয়েই তাদের অ্যাকাউন্ট থেকে পোস্টারটি সরিয়ে ফেলেছে।