সিলেট ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
ঢাকা │ বৃহস্পতিবার
রোহিঙ্গা সংকট শুরুর আট বছর কেটে গেলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান এখনো এই ইস্যুকে নিজেদের সমস্যা হিসেবে দেখছে না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য ও আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটসের (এপিএইচআর) সহসভাপতি চার্লস সান্তিয়াগো।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রোহিঙ্গা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি আসিয়ানের নিজস্ব সমস্যা। আসিয়ান যদি নিষ্ক্রিয় থাকে, তবে মানব পাচার, অস্ত্র ও মাদক চোরাচালান এবং শরণার্থীর ঢল গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।’
চার্লস সান্তিয়াগো আরও বলেন, ‘আমরা প্রথম ২০১৮ সালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর এই সংকটকে তুলে ধরি। এবার আবারও ক্যাম্প পরিদর্শন করেছি। আমরা চাই আসিয়ান একটি মানবিক তহবিল (হিউম্যানিটারিয়ান ফান্ড) গঠন করুক। নইলে এই সংকটের খেসারত পুরো অঞ্চলকেই বহন করতে হবে।’
সংবাদ সম্মেলনে এপিএইচআরের বোর্ড সদস্য ও মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারের মানুষ, আর যেহেতু মিয়ানমার আসিয়ানের সদস্য, তাই আসিয়ানভুক্ত দেশগুলোর উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে শরণার্থীশিবিরগুলোতে খাদ্যসহায়তা নিশ্চিত করা।’
তিনি আরও জানান, বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যমতে ২০২৫ সালের নভেম্বর নাগাদ রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার বাজেট উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ইউএসএইড ইতিমধ্যে বড় অঙ্কের সহায়তা কমিয়েছে। বর্তমানে ১৩ লাখ রোহিঙ্গার জীবন রক্ষায় প্রতি মাসে প্রায় ১৭ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।
ফিলিপাইনসের সাবেক প্রতিনিধি পরিষদের সদস্য ও এপিএইচআরের সদস্য রাউল মানুয়েল বলেন, ‘রোহিঙ্গা শিশু ও তরুণদের ভবিষ্যৎ নির্ভর করছে এ নিশ্চয়তার ওপর যে তারা মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে এবং ভবিষ্যতে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক মিয়ানমার গঠনে ভূমিকা রাখতে পারবে।’
তিনি আসিয়ানকে আহ্বান জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এ সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD