‘এই ধারা থাকবে মূল প্রতিরক্ষা হিসেবে। যখন কোনো নাগরিক অন্যায়ভাবে অভিযুক্ত হবেন বা আটকে দেওয়া হবে, তখন এই ধারা তার অধিকার রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে।’
ভয়েস ফর রিফর্মের সংগঠক ফাহিম মাশরুর বলেন, ‘বাংলাদেশে এখন অনেক বিদেশি নজরদারি সফটওয়্যার, বিশেষত ইসরায়েলের পণ্য ব্যবহার হচ্ছে। যারা আমাদের রাজনৈতিক নেতৃত্বে আছেন, তাদের ফোনে এসব সফটওয়্যার ব্যবহার হচ্ছে বলেই আমাদের সন্দেহ।
‘বাংলাদেশের টেলিযোগাযোগ আইনে বলা আছে, রাষ্ট্র যদি বৈধ উপায়ে কোনো টেলিফোন যোগাযোগ মনিটর করে, তাহলে সেটা আইনি সীমার মধ্যে পড়ে। কিন্তু যদি সেই মনিটরিং হয় বিদেশি পেগাসাস জাতীয় ম্যালওয়্যার দিয়ে, যেখানে একজন ব্যক্তির মোবাইলে অজ্ঞাতে নজরদারি বসানো হয়—তখন কি সেটা অপরাধ নয়?’