
নিজস্ব প্রতিবেদক | ঢাকা তারিখ: ৯ জানুয়ারি, ২০২৬
দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর আজ এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বিকেলে নিজের বাসভবন থেকে হেঁটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন তিনি।
দলীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে তারেক রহমান তার গুলশান-২ এর বাসভবন থেকে বের হন। কোনো প্রটোকল বা গাড়িবহর ছাড়াই তিনি সাধারণ মানুষের মতো হেঁটে কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। মাত্র ১০ মিনিটের মধ্যে তিনি গুলশান কার্যালয়ে পৌঁছান। পথে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এর আগে দুপুর বেলা তিনি নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি গুলশানে নিজের বাসভবনে ফেরেন এবং সেখান থেকেই বিকেলে পায়ে হেঁটে কার্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
রাত ৯টায় স্থায়ী কমিটির যে জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে, তার আগেই তারেক রহমানের কার্যালয়ে পৌঁছানো নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, বৈঠকের আগে তিনি সিনিয়র নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা সারবেন।
দৃষ্টি আকর্ষণ: ৯ জানুয়ারি ২০২৬-এর প্রেক্ষাপটে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আপনি কি এই হেঁটে যাওয়ার ঘটনার ওপর কোনো বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম (Social Media) পোস্ট বা ক্যাপশন লিখে দিতে বলবেন? আমি তা তৈরি করে দিতে পারি।