
কুমিল্লার লাকসামে বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে ও দলীয় মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকায় গণসংযোগে যান। একই সময় বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও মনোনীত প্রার্থী মো. আবুল কালামের সমর্থকরা সেখানে অবস্থান নেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি।
সংঘর্ষে সামিরা আজিম দোলা, বিএনপি নেতা আব্দুর রহমান বাদলসহ অন্তত ১০–১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।
সামিরা আজিম দোলা বলেন,
“আমার পূর্বঘোষিত গণসংযোগে যাওয়ার পথে আবুল কালামের অনুসারীরা অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এতে আমি ও আমার ১০–১২ জন নেতা-কর্মী আহত হয়।”
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী মো. আবুল কালাম বলেন,
“আমাদের কোনো কর্মসূচি ছিল না। তারা গণসংযোগের নামে গিয়ে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে দুজনের মাথা ফেটে যায় ও কয়েকজন আহত হয়। নির্বাচন বানচাল করতে তারা ষড়যন্ত্র করছে।”
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন,
“ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
🔹 সংঘর্ষে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।