১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লাকসামে শহীদ জিয়া স্মৃতি স্মরণে শর্ট বাউন্ডারি ফ্রিজ, এলইডি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রবিউল হোসাইন সবুজ

admin
প্রকাশিত ০৭ ডিসেম্বর, রবিবার, ২০২৫ ২১:১৯:৩৮
লাকসামে শহীদ জিয়া স্মৃতি স্মরণে শর্ট বাউন্ডারি ফ্রিজ, এলইডি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রবিউল হোসাইন সবুজ

Manual5 Ad Code

কুমিল্লা প্রতিনিধি:লাকসামে শহীদ জিয়া স্মরণে আয়োজিত শর্ট বাউন্ডারি ফ্রিজ, এলইডি কাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় লাকসাম উপজেলার গোবিন্দপুর তারাপাইয়া মাদ্রাসা মাঠে ১০ ওভারের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় অংশগ্রহণ করে দুই দল—কোম্পানি বাড়ি একাদশ এবং নবাব ওয়ান পয়েন্ট। খেলাকে ঘিরে মাঠে স্থানীয় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল। প্রধান বক্তা ছিলেন, লাকসাম উপজেলা ৫নং গোবিন্দপুর ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর নবী মজুমদার, নুরুল আলম খোকন, গোবিন্দপুর উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম। বিশেষ বক্তা হিসাবে ছিলেন, লাকসাম উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ রানা বেলাল।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফ্রান্স প্রবাসী আব্দুল সালাম। প্রধান অতিথি আবদুর রহমান বাদল তার বক্তব্যে বলেন, “মাদককে না বলি, তরুণ সমাজকে বেশি-বেশি খেলাধুলায় যুক্ত করতে হবে। খেলাধুলা তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করে।” খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। স্থানীয়ভাবে এমন আয়োজন তরুণদের মধ্যে উৎসাহ তৈরি করেছে বলে জানান আয়োজকরা।