২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লাশ পোড়ানোর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ

admin
প্রকাশিত ০২ জুলাই, বুধবার, ২০২৫ ১১:০৮:৫০
লাশ পোড়ানোর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ

Manual5 Ad Code

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে চালানো গণহত্যার সময় আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে আজ। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই অভিযোগ দাখিল করা হবে।

Manual5 Ad Code

এর আগে গত ২৪ জুন আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

Manual3 Ad Code

তদন্তে এই মামলায় ১৬ জনের সম্পৃক্ততা মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর মধ্যে আটজন গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবি পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান ও কনস্টেবল মুকুল।

Manual8 Ad Code

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশ গুলি চালানোর পর ছয় তরুণকে ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেয়। তাতে ছয়জনের দেহ আগুনে পুড়ে যায়। তবে পোড়ানোর সময় একজনের দেহে প্রাণ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।