
এ বছরের ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার পর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেননি তামিম ইকবাল। মাঠে ব্যস্ততা না থাকলেও গত আট মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য ও অবস্থানের কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
প্রথম বিভাগ ক্রিকেট লিগ কয়েক দফা স্থগিত হওয়ার পর নতুন করে ১১ ডিসেম্বর লিগ শুরুর ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে লিগ আদৌ শুরু হবে কি না—তা নিয়েও অনিশ্চয়তার চিত্র স্পষ্ট হয়েছে আজ ঢাকার ৪৪টি ক্লাবের সংগঠকদের সংবাদ সম্মেলনে।
বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে ‘অযোগ্য ও বিতর্কিত’ আখ্যা দিয়ে তাদের অধীনে কোনো ধরনের লিগে অংশ না নেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন ৪৪ ক্লাবের প্রতিনিধি। আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তামিম উপস্থিত থাকলেও আজ বাংলাদেশ সামরিক জাদুঘরের মিলনায়তনে তাঁর দেখা মেলেনি।
তামিমের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে মোহামেডান ক্লাবের পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন,
“তামিম ইকবাল আমাদের সঙ্গে আছে, খেলোয়াড়দের সঙ্গেও আছে। যেহেতু সে অবসর নেয়নি, তার নিজের একটি অবস্থান থাকতে পারে। এতে কোনো অন্যায় নেই।”
তিনি আরও জানান, দুই পক্ষের সঙ্গে থাকা নিয়ে তামিমের ওপর কোনো অভিযোগ নেই এবং ক্লাবগুলোও তাদের নীতিগত অবস্থান থেকে সরে আসছে না। তাঁর ভাষায়,
“আমরা নিজেদের অবস্থানে অনড়। লিগে না অংশ নেওয়ার যে সিদ্ধান্ত জানিয়েছিলাম, সেখানেই আছি। আমরা যেমন বোর্ডকে অবৈধ বলছি, তেমনি তামিমও বলছে।”
গত ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। বর্তমানে তার ব্যস্ততা সীমাবদ্ধ ঘরোয়া ক্রিকেটেই। তবে ২০২৬ বিপিএলে অংশ নিচ্ছেন না তিনি। এমনকি সর্বশেষ বিপিএলে তাঁর অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশাল দলটিও এবারের আসরে নেই।
এবারের বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর সিলেটে। টুর্নামেন্টের ফাইনাল ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে মিরপুরে।