সিলেট ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫
স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে নাশকতা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সরকার। গত ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এই আশঙ্কার কথা উঠে আসে।
সভায় জানানো হয়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর বিক্ষুব্ধ জনতা দেশের বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনায় হামলা চালায়। এ সময় মোট ৫ হাজার ৭৫৩ আগ্নেয়াস্ত্র ও ৬ লাখ ৭ হাজারের বেশি গুলি লুট হয়। এর মধ্যে ৪ হাজার ৩৯০টি অস্ত্র উদ্ধার করা গেলেও এখনো ১ হাজার ৩৬৩টি অস্ত্র ও প্রায় ২ লাখ ৬০ হাজার গুলি নিখোঁজ রয়েছে।
লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একটি এলএমজির জন্য ৫ লাখ টাকা, চায়নিজ রাইফেল ও এসএমজি উদ্ধারে ১ লাখ টাকা, শটগান কিংবা পিস্তল উদ্ধারে ৫০ হাজার টাকা এবং প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও এনটিএমসি) খন্দকার মাহাবুবুর রহমান বলেন,
“লুট হওয়া অস্ত্র নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী এসব অস্ত্র উদ্ধারে মাঠে রয়েছে। তবে অস্ত্র শনাক্ত করা কিছুটা কঠিন হচ্ছে।”
আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি আরও বলেন,
“অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দেশের ৪৭ হাজার ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা থাকবে। এসব ক্যামেরা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে থাকবে।”
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD