সিলেট ক্রীড়া সংস্থার আয়োজনে ৪৯তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ (সিলেট জেলা পর্যায়) বাছাই প্রতিযোগিতা বুধবার সকালে সিলেট ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বালাগঞ্জ উপজেলার কৃতি দাবাড়ু প্রত্যাশা রায় লুপা সিলেট জেলা মহিলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আবুল ফজল মোহাম্মদ ইয়ায়ইয়া। এছাড়া ক্রীড়া সংগঠক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, সিলেট জেলা ব্যাডমিন্টন কোচ আব্দুল্লাহ মামুন, অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ারস সিলেট জেলা সভাপতি আসাদুজ্জামান আহাদ এবং সাবেক কৃতি দাবাড়ু পিন্টু বনিক উপস্থিত ছিলেন।