ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ সোমবার দেশের সকল ব্যাংকে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
শওকত আলীর পাশাপাশি তার স্ত্রী ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারীন, মেয়ে ও ইস্টার্ন ব্যাংকের পরিচালক জারা নামরীন এবং ছেলে মো. জারান আলী চৌধুরীর ব্যাংক হিসাবও এ নির্দেশনার আওতায় এসেছে।
বিএফআইইউর চিঠিতে বলা হয়, এসব ব্যক্তি ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত যেকোনো ব্যাংক হিসাব আগামী ৩০ দিনের জন্য স্থগিত রাখতে হবে। একই সঙ্গে এসব হিসাবের ফরম, কেওয়াইসি (কাস্টমার ইনফরমেশন), লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য ২ জুলাইয়ের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।