১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন, ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

admin
প্রকাশিত ১৫ ডিসেম্বর, সোমবার, ২০২৫ ১১:৪৯:০৪
শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন, ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

Manual5 Ad Code

রাজধানীর এয়ারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার লক্ষ্যে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার (আজ) সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে সড়কপথে আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হবে।

Manual2 Ad Code

ওসমান হাদির সঙ্গে তাঁর বড় দুই ভাই—ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক—সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে। দুপুরের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর সন্ধ্যার দিকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল রোববার ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে এক জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual3 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়, গত দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়।

Manual7 Ad Code

প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল ও অপরিবর্তিত রয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

বিবৃতিতে উল্লেখ করা হয়, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। পাশাপাশি তাঁর চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এ সময় ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।