১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শহীদ জিয়া ও তারেক রহমানকে অবমাননা জনগণ সহ্য করবে না: আরিফুল হক চৌধুরী

admin
প্রকাশিত ১৯ জুলাই, শনিবার, ২০২৫ ১৭:৪৭:২০
শহীদ জিয়া ও তারেক রহমানকে অবমাননা জনগণ সহ্য করবে না: আরিফুল হক চৌধুরী

Manual3 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে জাসাস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

 

 

Manual6 Ad Code

 

 

 

 

‎জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার সভাপতিত্বে ও জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান ও মহানগর জাসাসের সদস্য সচিব রাসেল রানার যৌথ সঞ্চালনায় ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

 

Manual5 Ad Code

 

 

 

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ‎জেলা বিএনপির ভারপাপ্ত সাধারন সম্পাধক ইশতিয়াক আহমেদ সিদ্দিকি, ‎জিলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম,বিমান বিন্দর থানা বিএনপি আহ্বায়ক আব্দুল কাদির সমছু, ‎জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমেদ রানু, মহানগর বিএনপি সহ প্রচার সম্পাদক,বেলায়েত হোসেন মোহনসহ আরো ‎উপস্থিত ছিলেন জাসাস জেলা, মহানগর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশের জনগণ তা সহ্য করবে না। শহীদ জিয়া দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আজ তাকে নিয়েও মিথ্যা অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে। শহীদ জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্র চালু না করতেন তাহলে আজকে যারা রাজনীতির নামে এসব করছেন তারা কি রাজনীতির সুযোগ পেতেন? তিনিই আপনাদের এদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে তাকেই আপনারা অপমান করছেন।

 

 

Manual3 Ad Code

 

 

 

 

বিগত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আজ তাকে নিয়েও অনেক অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। আমরা এসবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’ প্রধান বক্তার বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, ‘আমরা ভেবে ছিলাম আপনারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মানুষ আধুনিক মানুষ, আমরা তো চিন্তা করতেও পারিনি যে আপনারা এমন শব্দ চয়ন করবেন ও বাক্য ব্যবহার করবেন। মনে রাখবেন আপনারাই ৫ আগষ্টের পরে বলে ছিলে তারেক রহমানের মাষ্টার মাইন্ডে এই আন্দোলন সফল হয়েছে কিন্তু এখন দেখছি আপনারা যা মন চায় তাই বলছেন জিয়া পরিবার ও বিএনপি নিয়ে। সাবধা হয়ে যান পরে কিন্তু সামলাতে পারবেন না।’