১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত ১৪ ডিসেম্বর, রবিবার, ২০২৫ ২০:৫৬:১১
শহীদ বুদ্ধিজীবী দিবসে সিসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

Manual3 Ad Code

মহানগর সংবাদদাতা (সিলেট) : শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিসিক প্রশাসকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, স্থানীয় সরকারের উপপরিচালক ও সিসিকের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবর্ণা সরকার, সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, শিক্ষা কর্মকর্তা তুতিউর রহমানসহ সিসিকের কর্মকর্তা ও কর্মচারীগণ।