শাওনের মৃত্যুতে শোকাতর ফেঞ্চুগঞ্জ উপজেলা

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, মে ১১, ২০২৫

শাওনের মৃত্যুতে শোকাতর ফেঞ্চুগঞ্জ উপজেলা

এক তরুনের মৃত্যুতে শোকাতর সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা। শুক্রবার (৯ই মে) রাত এগারোটার দিকে মৃত্যুবরণ করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুবর রহমান শাওন।

 

 

শাওন উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা।আজ শনিবার (১০ মে) দুপুর ফেঞ্চুগঞ্জ ফেরীঘাটে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জানা যায়, নিজ বাড়িতে তিনি বুকে ব্যাথা অনুভব করলে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট প্রেরণ করেন। সিলেটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সিলেট ভ্রমণ প্যাকেজ

 

 

শাওনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। শতশত নেতাকর্মী তার বাড়িতে ছুটে যান। এ সময় এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নানা মহলের মানুষ।

সর্বশেষ নিউজ