সিলেট ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫
শাকিব-বুবলীর ছবি ঘিরে আলোচনা, অপু বিশ্বাস ইঙ্গিত দিলেন পুরনো স্ট্যাটাসের দিকে! গত কিছুদিন ধরে শাকিব খান ও শবনম বুবলীর একসঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে অবস্থান করছেন এই দুই তারকা, আর তাঁদের আনন্দঘন মুহূর্তের ছবি দেখে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
এমন সময় অনেকেই চোখ রাখছিলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের প্রতিক্রিয়ার দিকে। শাকিব খানের সাবেক এই স্ত্রী কী বলবেন, সামাজিক মাধ্যমে কোনো মন্তব্য করবেন কি না—তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। অনেকেই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ ঘেঁটে দেখছিলেন কোনো প্রতিক্রিয়া এসেছে কি না।
অবশেষে গত ৩ আগস্ট এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপু বলেন, শাকিব-বুবলী ইস্যুতে কিছু জানতে হলে যেন সবাই তাঁর গত ১৫ জুনের ফেসবুক স্ট্যাটাসটি পড়ে দেখেন। ওই দিন তিনি ছেলেকে নিয়ে একটি ছবি পোস্ট করে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করেছিলেন, যা এখন নতুন করে আলোচনায় এসেছে।
স্ট্যাটাসে অপু বিশ্বাস লেখেন, তিনি একজন মা, অভিনেত্রী এবং উদ্যোক্তা হিসেবে ব্যস্ত সময় পার করছেন। তিনি কাউকে কিছু প্রমাণ করতে চান না এবং তাঁর জীবনের অধ্যায়গুলো দর্শকদের সামনে খোলামেলা ভাবেই প্রকাশিত হয়েছে। ছেলের সঙ্গে সময় কাটানো তাঁর একান্ত ব্যক্তিগত বিষয় এবং সেটি যদি কারও অস্বস্তির কারণ হয়, তাহলে সেই দায় তাঁর নয়।
তিনি আরও লেখেন, ব্যক্তিগত পোস্টের পর কেউ কেউ উদ্দেশ্যমূলক প্রতিক্রিয়া দেখান, যা এক ধরনের ‘অসুস্থ প্রতিযোগিতা’। অপু স্পষ্ট করে জানান, তিনি সেই প্রতিযোগিতায় নেই। তিনি এখন নিজের কাজ, সন্তান এবং ভক্তদের নিয়ে এগিয়ে যেতে চান।
স্ট্যাটাসের শেষদিকে তিনি লেখেন, কারও সঙ্গে পাল্লা দেওয়ার জন্য তিনি এখানে আসেননি এবং নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD