স্টাফ রিপোর্টার:
কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর চাপে নয়, নির্বাচন কমিশন (ইসি) নিজস্ব বিবেচনায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করেছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন, “এটা ইলেকশন কমিশন মনে করেছে যে, শাপলা কলিটা রাখা যেতে পারে। ওভার দ্য পিরিয়ড অব টাইম কোনো একটা পর্যায়ে কমিশন মনে করেছে, এটা সংশোধন করলে করা যেতে পারে। সে হিসেবে সংশোধন হয়েছে। এটা কোনো স্থির বিষয় নয়, ভবিষ্যতে প্রয়োজন হলে আবার সংশোধন করা যাবে।”
‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবির বিষয়ে আখতার আহমেদ বলেন, “এনসিপি শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু শাপলা ও শাপলা কলি এক নয়। এটা কারও দাবিতে করা হয়নি।”
তিনি আরও বলেন, “আমরা নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিল সংশোধন করেছি। আগে ১১৫টি প্রতীক ছিল, তার মধ্যে ১৬টি বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করে এখন ১১৯টি করা হয়েছে।”
নতুন প্রতীকগুলোর মধ্যে ‘হ্যান্ডশেক’ প্রতীকও রয়েছে। এ বিষয়ে ইসি সচিব বলেন, “কোনো প্রতীক কেন রাখা হলো বা হলো না—এটা আপেক্ষিক বিষয়। এ নিয়ে বিতর্কের সুযোগ নেই।”
চাপের বিষয়ে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “নির্বাচনের তিনটি মূল ধারা—রাজনৈতিক দল, ভোটার এবং নির্বাচন কমিশন। সবাই একে অপরের সঙ্গে যোগাযোগ রাখবে, সেটাই স্বাভাবিক। তাই এটাকে চাপ মনে করার কোনো কারণ নেই।”