সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫
ঢাকা, শুক্রবার (৩ অক্টোবর) — দলীয় প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ না দেওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বৈষম্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, এ সিদ্ধান্ত কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করেছে।
আজ বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বরাত দিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে এক ব্যাখ্যা প্রকাশ করেন।
নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীক না দেওয়া এনসিপির প্রতি বিরূপ মনোভাবের বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করেন, কমিশন এর আগে ধানের শীষ, তারা, কাঁঠাল, সোনালী আঁশসহ জাতীয় প্রতীকের অন্যান্য উপাদান রাজনৈতিক দলকে বরাদ্দ দিলেও শাপলার ক্ষেত্রে ভিন্ন অবস্থান নিয়েছে।
এনসিপি আরও জানায়, নির্বাচন কমিশন ১৫০টি প্রতীকের খসড়া তালিকা তৈরি করেছিল এবং সেখানে শাপলা থাকার আশ্বাস দেওয়া হয়েছিল। পরে কমিশন হঠাৎ শাপলাকে তালিকা থেকে বাদ দেয়। ৯ জুলাই সংবাদমাধ্যমে বিষয়টি জানাজানি হলে ১৩ জুলাই এনসিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে আপত্তি জানায়।
দলের অভিযোগ, ডিজিএফআই–এর লোগোর সঙ্গে মিল থাকার অজুহাত দেখিয়ে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়া বৈষম্যমূলক। কমিশনের এই সিদ্ধান্তে তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, কমিশন ২০০৮ সালের বিধিমালায় সংশোধনী এনে এনসিপির জন্য শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক বরাদ্দ করবে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD