শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন এনসিপি নেতা

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫

শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন এনসিপি নেতা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন নির্বাচন কমিশন থেকে শাপলা প্রতীক পেল না, সে বিষয়ে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, “ওপরের অনুমতি নেই, উত্তর দিক থেকে সিগন্যাল নেই।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

প্রতীক বরাদ্দে বিতর্ক

নৌকা প্রতীক স্থগিত রেখে বুধবার নির্বাচন কমিশন মোট ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে। তবে তালিকায় ছিল না এনসিপির প্রত্যাশিত প্রতীক শাপলা।

এ প্রসঙ্গে আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকেরা প্রশ্ন করলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন,

“এনসিপি শাপলা চেয়েছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। অথচ শাপলা প্রথমে চেয়েছিল নাগরিক ঐক্য। তখন আলোচনায় আসেনি। এখন কেন এত আলোচনা? নাগরিক ঐক্যকে আমরা শাপলা দিইনি। সিনিয়র সেক্রেটারি এ বিষয়ে ইতিমধ্যে ব্রিফ করেছেন। আমি এখন আর কিছু বলব না।”

এনসিপির প্রতিক্রিয়া

সংবাদমাধ্যমে প্রকাশিত সিইসির বক্তব্যের স্ক্রিনশট শেয়ার করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন,

“কারণ উপরের অনুমতি নেই। উত্তর দিক থেকে সিগন্যাল নেই।”

তবে ‘উপরের অনুমতি’ বা ‘উত্তরের সিগন্যাল’ বলতে তিনি কাকে বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ