১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শাহপরান থানার নবাগত ওসি মাঈনুল জাকিরকে আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার ফুলেল শুভেচ্ছা বিনিময়।

admin
প্রকাশিত ০৩ ডিসেম্বর, বুধবার, ২০২৫ ২২:৩০:৩৭
শাহপরান থানার নবাগত ওসি মাঈনুল জাকিরকে আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার  ফুলেল শুভেচ্ছা বিনিময়।

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেট মেট্রোপলিটন শাহপরান রহঃ থানার নবাগত অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাঈনুল জাকিরের সাথে আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধান করা হয় ২ ডিসেম্বর রাত ৮ ঘটিকায়, এসময় সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শুভেচ্ছা বিনিময়ের সময় শাহপরান রহঃ থানার অফিসার ইনচাজ বলেন ‘ আল ইসলাহ একতা কল্যাণ সংস্থাএকটি অরাজনৈতিক অসহায় ছিন্নমূল মানুষের সেবামূলক কাজ করে থাকে এবং সংস্থার মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। সংস্থার কার্যক্রমে তিনি অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, আল ইসলাহ একতা কল্যাণ সংস্থা যে মানবিক ও সামাজিক কাজগুলো করে যাচ্ছে, তাদের সাথে আমি সব সময় আছি। এ সংস্থার যেকোনো কাজে শাহপরান রহঃ থানার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। তিনি’ আরও জানান, তিনি সুযোগ পেলেই সরাসরি আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার সহ সভাপতি শহিদ আহমদ, সহ সভাপতি সাহাব উদ্দিন সাবু, সহ সভাপতি সাংবাদিক মোঃ মোহন আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মাছুমুর রহমান, কার্যকরী সদস্য মোঃ মখিলছ মিয়া, সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আব্দুল আহাদ, মঈন মিয়া, মোঃ আরব আলী, সাংবাদিক লুৎফুর রহমান, মোঃ রিয়াজ মিয়া, সৈয়দ মুহাদ্দিস মিয়া, সাংবাদিক লিমন আহমদ প্রমূখ।