শাহপরান থানায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনির চালান আটক

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

শাহপরান থানায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনির চালান আটক

 

শাহপরান থানায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনির চালান আটক

 

সিলেট শহরতলীর বাইপাস পয়েন্ট থেকে ২৪৫ বস্তা ভারতীয় চিনির চালান আটক করেছে পুলিশ। এছাড়া আমদানি নিষিদ্ধ চিনি পরিবহণে জড়িত একটি ট্রাক ও চালককে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার (০৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার সুরমা গেইট বাইপাস পয়েন্টে বসানো চেকপোস্টে ধরা পড়ে ভারতীয় চিনির চালানটি। যাহার অনুমান মূল্য ১৪ লক্ষ ৪০ হাজার ৬শ’ টাকা।

 

গ্রেপ্তারকৃত ট্রাকচালক গোয়াইনঘাট উপজেলার হাটগ্রামের মৃত আব্দুর রবের ছেলে আব্দুল আমিন কালা (৪০)।

 

শনিবার (০৫ জানুয়ারি) দুপুরে বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

তিনি জানান- ঢাকা-মেট্রো-ট-২৪-০৬৪৮ নম্বারের একটি ড্রাম ট্রাক সিলেটের সীমান্ত এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি নিয়ে শহরের দিকে আসছে এমন সংবাদ পেয়ে শনিবার শহতলীর সুরমা গেইটস্থ বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি ফোর্স। রাত সাড়ে ৭টার দিকে বাইপাস পয়েন্টে ট্রাকটি থামিয়ে তল্লাশী করে ২৪৫ বস্তা চিনি উদ্ধারসহ ট্রাকের চালককে গ্রেপ্তার করে পুলিশ। যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৪০ হাজার ৬শ’ টাকা।

 

এ ঘটনায় এসআই সোহেল চন্দ্র সরকার বাদী হয়ে শাহপরাণ (রঃ) থানা মামলা দায়ের করেছেন। যার এফআইআর নং-০৫, তারিখ-০৪ জানুয়ারী, ২০২৫।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ