১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শাহরাস্তিতে একটি বাড়ি থেকে ১২টি বিষধর গোখরা সাপ উদ্ধার

admin
প্রকাশিত ২৭ অক্টোবর, সোমবার, ২০২৫ ২২:১৩:৪৮
শাহরাস্তিতে একটি বাড়ি থেকে ১২টি বিষধর গোখরা সাপ উদ্ধার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার নিজমেহার গ্রামের সাহাবাড়ি থেকে ১২টি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে স্থানীয় সাপুড়েরা সাপগুলো উদ্ধার করেন।

বাড়ির মালিক মিহির চন্দ্র সাহা জানান, গতকাল রোববার নিজের বাড়ির টয়লেটের ট্যাংকের পাইপের মুখে দুটি গোখরা সাপ দেখতে পান। পরে গরম পানি ও ব্লিচিং পাউডার ঢেলে একটি সাপ মেরে ফেলেন। তবে সাপের খোলস দেখে সন্দেহ হয় বাড়ির ভেতরে আরও সাপ থাকতে পারে।

Manual4 Ad Code

আজ দুপুরে স্থানীয় সাপুড়েদের সহায়তায় তাঁর ছোট ভাই বিপ্লব সাহার ভবনের গ্যারেজের পাশে লাকড়ির স্তূপের নিচ থেকে ১২টি গোখরা সাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সাপগুলো সাপুড়েরা বোতলে ভরে নিয়ে যান।

Manual1 Ad Code

বাড়ির আরেক সদস্য রকি চন্দ্র সাহা বলেন,

Manual3 Ad Code

“উদ্ধার করা সাপগুলোর দৈর্ঘ্য এক ফুটের বেশি। তবে কয়েকটি বড় সাপ পালিয়ে গেছে।”

স্থানীয় সাপুড়ে কামাল হোসেন জানান,

Manual5 Ad Code

“সবগুলোই বিষধর গোখরা সাপ। এগুলোর কামড় মারাত্মক প্রাণঘাতী।”

শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলম বলেন,

“বিষধর সাপ সাধারণত খাবার ও আশ্রয়ের খোঁজে বসতবাড়ির আশপাশে আসে। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, ইঁদুর দমন ও গর্ত ফাঁকফোকর বন্ধ রাখলে সাপের প্রবেশ রোধ করা যায়। কেউ সাপ দেখলে আতঙ্কিত না হয়ে ফায়ার সার্ভিস বা বন্যপ্রাণী রেসকিউ টিমকে খবর দিতে হবে।”