
গুলশান থানায় অভিযোগ, ফ্যাশন উদ্যোক্তার দাবি—৭৫ হাজার টাকার শাড়ি ফেরত দেননি অভিনেত্রী
ঢাকা, বুধবার: একদিকে প্রথম সিনেমার শুটিং, অন্যদিকে একের পর এক প্রতারণার অভিযোগ—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে অভিনেত্রী তানজিন তিশা। এবার নতুন করে তাঁর বিরুদ্ধে প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আজ (বুধবার) রাজধানীর গুলশান থানায় জিডি করেন সানায়া কুটিয়র ফ্যাশন হাউসের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর তানজিন তিশা তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি অনুষ্ঠানে পরার জন্য নেন। পরের দিন ফেরত দেওয়ার কথা থাকলেও এখনো ফেরত দেননি।
সানায়ার দাবি, ১৫ ডিসেম্বর শাড়িটি ফেরত চাইলে তিশা তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এমনকি ডিবির মাধ্যমে হেনস্তা করার কথাও বলেন।
পরে এ বছরের ১৩ মার্চ ও ১৮ মে তিশা মেসেঞ্জারে জানান, তিনি শাড়িটি ফেরত দেবেন না। সম্প্রতি তিশার বিরুদ্ধে আরেকটি শাড়িবিষয়ক মামলা দেখার পর সানায়া আবারও যোগাযোগ করলে অভিনেত্রী নাকি সম্মানহানি ও ভাইরাল করার হুমকি দেন।
সানায়া জানিয়েছেন, কথোপকথনের রেকর্ড ও মেসেঞ্জারের স্ক্রিনশট তাঁর কাছে সংরক্ষিত আছে। তিনি বলেন,
“তিশা আগেও আমার কাছ থেকে পোশাক নিয়েছেন, তবে ফেরত পেতে বারবার অনুরোধ করতে হয়েছে। এবার ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে ফেরত দিচ্ছেন না, বরং উল্টো হুমকি দিচ্ছেন। এখন নিজের নিরাপত্তা নিয়েও আমি শঙ্কিত।”
এ বিষয়ে তানজিন তিশা গণমাধ্যমকে বলেন,
“একটি চক্র ইচ্ছা করে আমার বিরুদ্ধে এসব করছে। সবকিছু জেনে বিস্তারিত কথা বলব।”
উল্লেখ্য, এর আগে অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস অ্যাপোনিয়া-র পক্ষ থেকেও তিশার নামে প্রতারণার মামলা করা হয়।
বর্তমানে অভিনেত্রী সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন শাকিব খান।