সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ১ু জুলাই নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পোশাক ও শিক্ষাসামগ্রী তুলে দেন সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর ও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।
১৪টি সিটি স্যাটেলাইট স্কুলের ৩৭০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ. জুতা, মোজা, সাধারণ জ্ঞানের বই, বাংলা, ইংরেজি ও গণিত খাতা, পেন্সিল, শার্পনার, ইরেজার, স্কেল, ছবি আঁকার বই, ড্রয়িং খাতা, রং পেন্সিল বক্স এবং স্কুলসমূহের জন্য মাদুর, পানির ফিল্টার, হাজিরা খাতা, রেজিস্ট্রার খাতা, তালা-চাবি, ডাস্টার, চকবক্স, ব্ল্যাকবোর্ড, জাতীয় পতাকা, সিলিং ফ্যান, ঝুড়ি, রেমার ঝাড়ু, চেয়ার টেবিল, লাইট, ক্যালেন্ডার, পাপস, বেলচা, বর্ণমালা চার্ট, বাংলাদেশের মানচিত্র এবং বলপেন বিতরণ করা হয়।
শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব মো. আশিক নূর বলেন, সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের ১৪টি স্যাটেলাইট স্কুলের শিক্ষকরা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রাথমিক ভিত্তি গড়ে দিচ্ছেন। পরে তাদেরকে প্রাইমারি স্কুলে ভর্তি করা হচ্ছে। তিনি বলেন, আজ আমাদের সামনে যেসব শিশু বসে আছে, তারা একদিন অনেক বড় হবে। দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আগামীদিনে সুখী-স্বনির্ভর বাংলাদেশ গড়বে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ঢাকা কিংবা চট্টগ্রামের মতো সিলেটে বড় বড় ইন্ডাস্ট্রি বা ব্যবসা প্রতিষ্ঠান নেই। তাই সিলেট সিটি কর্পোরেশনের আয়ও কম। তবু শিক্ষা বিস্তারে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত আছে। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আবুল ফজল খোকন, শিক্ষা সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ ও স্যাটেলাইট স্কুলসমূহের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD