১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক

admin
প্রকাশিত ৩০ জুলাই, বুধবার, ২০২৫ ১৭:২৫:১১
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক

Manual2 Ad Code

বাগেরহাটের ফকিরহাটে একটি কন্যাশিশুকে (৫) যৌন নিপীড়নের অভিযোগে মো. আফজাল শেখ (৬৫) নামের মুদিদোকানদারকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

Manual3 Ad Code

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে শিশুটি পাশের বাড়ির অন্য এক শিশুর সঙ্গে খেলা করছিল। শিশুটি বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তার মা তাকে খুঁজতে বের হন। শিশুটির মা ওই মুদিদোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দোকানের ভেতরে মেয়ের চিৎকার শুনতে পান। পরে দোকানের ভেতর থেকে শিশুকে উদ্ধার করেন তিনি। শিশুটির কথায় জানা যায়, আফজাল শেখ তাকে খাবারের লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে যৌন নিপীড়ন করেন।

Manual1 Ad Code

এ ঘটনায় ওই শিশুর পিতা আফজাল শেখের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দেন।

Manual6 Ad Code

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, পাঁচ বছরের এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজনকে আটক করা করেছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা প্রক্রিয়াধীন। আফজাল শেখকে আগামীকাল বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে।