১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শেরপুরে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা

admin
প্রকাশিত ১৯ এপ্রিল, শনিবার, ২০২৫ ২০:২৮:১৫
শেরপুরে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা

Manual5 Ad Code

শেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা দেন। আব্দুল মুন্নাফ উপজেলার ৯ নম্বর কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ছিলেন।

Manual1 Ad Code

সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মো. আ. রহমান, শ্রীবরদী উপজেলা শাখার আমির আজহারুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. জাকির হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা মো. তাহেরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মুফতি মোশারফ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি মো. শাহজাহান কবির, পৌর যুব বিভাগের সেক্রেটারি মো. মনিরুল ইসলাম প্রমুখ।

Manual8 Ad Code

এ ব্যাপারে আব্দুল মুন্নাফ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ, নীতি-নৈতিকতা ও আদর্শের প্রতি মুগ্ধ হয়ে আমি স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।’

Manual1 Ad Code

জামায়াতের শ্রীবরদী উপজেলা শাখার আমির আজহারুল ইসলাম বলেন, ‘মো. আব্দুল মুন্নাফ বাংলাদেশ জামায়াতে ইসলামীর শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ, নীতি-নৈতিকতা ও আদর্শের প্রতি মুগ্ধ হয়ে দলের সহযোগী সদস্যের ফরম পূরণ করে যোগদান করেছেন। আল্লাহ তায়ালা তাঁর মনের আশা পূরণ করুন।’

Manual1 Ad Code

এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. রোকুনুজ্জামান রুকন বলেন, আব্দুল মুন্নাফ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তাঁর এমন কর্মকাণ্ডের জন্য জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁকে পদ থেকে বহিষ্কার করেছেন।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজ শনিবার আব্দুল মুন্নাফকে ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শ্রীবরদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুন্দর আলীকেও স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়।