১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শেষ মিনিটের গোলে বাংলাদেশের জয়

admin
প্রকাশিত ২০ এপ্রিল, রবিবার, ২০২৫ ২০:১১:৩৪
শেষ মিনিটের গোলে বাংলাদেশের জয়

Manual3 Ad Code

এএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Manual7 Ad Code

জাকার্তার জিবিকে হকি মাঠে প্রথম কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয় কোয়ার্টারের ২৫ মিনিটে রাকিবুল হাসানের অ্যাসিস্ট থেকে দারুণ বাংলাদেশকে এগিয়ে দেন ওবায়দুল জয়। তিন মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন সোহানুর রহমান সবুজ। এর আগে আরো দুটি পেনাল্টি কর্নার পেলেও গোল করতে পারেনি বাংলাদেশ।

Manual8 Ad Code

দুই গোলে পিছিয়ে পড়লেও মনোবল হারায়নি ইন্দোনেশিয়া। ৩০ মিনিটে স্বাগতিকদের ম্যাচে ফিরিয়ে আনেন আলফান্দি প্রাস্তিও। ফিল্ড গোলে ব্যবধান ২-১ করেন তিনি। তৃতীয় কোয়ার্টারে আবারও ফিল্ড গোলের দেখা পায় ইন্দোনেশিয়া। ৩৪ মিনিটে সমতা ফেরানোর কাজটি করেন খায়রুল্লাহ আকমল। এরপর দুই দলই এগিয়ে যাওয়ার জন্য লড়াই করতে থাকে।

Manual2 Ad Code

বল দখলের লড়াইয়ে অবশ্য এগিয়ে ছিল বাংলাদেশ। পেয়েছিল একটি পেনাল্টি কর্নারও, গোলের দেখা মেলেনি তাতে। তবে আক্রমণের সুফল পেয়েছে ৬০ মিনিটে গিয়ে। মাঝমাঠ থেকে হোজাইফা হোসেনের বাড়ানো বল পেয়ে এক ডিফেন্ডার ও গোলরক্ষকের ফাঁক দিয়ে জাল কাঁপান ফজলে রাব্বি। যার ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কার পান ওবায়দুল। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। আগামী ২২ এপ্রিল পরের ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবেন মিমো-সবুজরা।