রাজধানীর শ্যামলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, শিশুমেলা এলাকা থেকে প্রায় ৭০-৮০ জনের মিছিল শুরু হয়। পুলিশ পৌঁছালে মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটান। পরে পাঁচজনকে আটক এবং একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
বিকেলে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।