শ্রমিকদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করাই গণতন্ত্রের চাবিকাঠি

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

শ্রমিকদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করাই গণতন্ত্রের চাবিকাঠি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, “শ্রমিকেরাই এদেশের প্রাণশক্তি, দেশ গঠনের প্রধান হাতিয়ার। শ্রমিকের ঘামে ভেজা শরীরে গড়া এদেশ। সুতরাং শ্রমিকদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করাই গণতন্ত্রের চাবিকাঠি।”
গতকাল শনিবার (১৯ জুলাই) পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফিরোজ খানের সভাপতিত্বে, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় পাবনা জেলার ১৫টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, “যতদিন পর্যন্ত আমাদের দেশের শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারবেনা ততদিন এদেশে গণতন্ত্রের সুফল আসবেনা।”
তিনি বলেন, “বিএনপি গণমানুষের দল। মেহনতি মানুষের সংগঠন। আমরা এদেশের আপামর জনসাধারণের জীবনের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই। আগামী নির্বাচনে বিএনপিকে ভোটের মাধ্যমে জয়ী করে এদেশের জনগণের সেবা করার সুযোগ দিন।”
তিনি আরো বলেন, “আপনারা জানেন বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ১৫ বছর নিজ দলের আখের গোছানো ছাড়া শ্রমিক বা সাধারণ জনগণের জন্য কিছু ভাবেনি। শ্রমিকেরা যখনই তাদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে নেমেছে, তখনি তাদের উপর দমন-পীড়ন করা হয়েছে। আমি এই সকল সাধারণ মানুষের পাশে ঢাল হয়ে আছি।”
অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “প্রিয় ভাইয়েরা আপনারা আমার উপর বিশ্বাস রাখুন। সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে আপনাদের সেবক হয়ে কাজ করবে।”
এ মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ট্রাক চালক ইউনিয়ন পাবনা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মো. আমিরুল ইসলাম ইসহাক, জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, আদিবাসী শ্রমিক ও কর্মচারী পরিষদের সভাপতি আশিক বান্নিয়াস, হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সেলুন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম, বিড়ি মজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শামীম, রিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. বাকী বিল্লাহ।
আরো বক্তব্য রাখেন, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, পাবনা জেলা ট্রাক-ট্রাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, পাবনা জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন, জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন, পাবনা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, পাবনা জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নসহ ১৫টির অধিক শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় নেতাকর্মীরা আগামী নির্বাচনে বিএনপি কর্তৃক মনোনীত পাবনা সদর আসনের প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে বিজয়ী করার লক্ষ্যে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, পাবনা জেলার ১৫টি শ্রমিক সংগঠন এর নেতাকর্মী কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ