শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ
শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ
admin
প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ ২২:৩৪:২২
Manual4 Ad Code
মুন্সিগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে রোমান শেখ (৩৫) নামে এক মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর শাশুড়ি আসমা বেগম বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
রোমান শেখ উপজেলার আরধীপাড়া কানাইনগরের আমির আলী শেখের ছেলে। প্রায় ১০ বছর আগে দিঘিরপাড় এলাকার আসমা বেগমের মেয়ে সোনিয়াকে বিয়ে করার পর তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।
Manual8 Ad Code
অভিযোগে বলা হয়, দেড় মাস আগে স্থানীয় মিজানুর ও আতিকের একটি কোষা নৌকা চুরি হয়। এরপর থেকে তাঁরা রোমানকে সন্দেহ করতে থাকেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কানাইনগর বালুর মাঠ এলাকায় মিজানুর, আতিক, ইমরান, দিলা, ইয়ানুছ ও বিল্লাল মিলে রোমানকে গাছে বেঁধে বেধড়ক মারধর করেন। পরে তাঁকে বিল্লালের ট্রলারে করে আড়িয়ল বিলের দিকে নিয়ে যাওয়া হয়।
Manual3 Ad Code
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, রোমানকে গাছের সঙ্গে বেঁধে কয়েকজন ব্যক্তি নির্মমভাবে মারধর করছেন। আশপাশে অনেক মানুষ দাঁড়িয়ে থাকলেও কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি।
রোমানের স্ত্রী সোনিয়া বেগম বলেন, “আমার স্বামীকে বর্বরভাবে মেরে আড়িয়ল বিলে নিয়ে গেছে। পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করে শাস্তি দিক এবং আমার স্বামীকে উদ্ধার করুক।”
শাশুড়ি আসমা বেগম অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে রোমান নিখোঁজ। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এটি পরিকল্পিত অপহরণ।
Manual4 Ad Code
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। বর্তমানে নিখোঁজ রোমানকে উদ্ধারে অভিযান চলছে।