১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে চিহ্নিত সন্ত্রাসীর ফাঁকা গুলি, আতঙ্কে ব্যবসায়ীরা; গ্রেপ্তারের দাবিতে জনতার বিক্ষোভ

admin
প্রকাশিত ০৬ সেপ্টেম্বর, শনিবার, ২০২৫ ১০:৩৩:৫৭
শ্রীপুরে চিহ্নিত সন্ত্রাসীর ফাঁকা গুলি, আতঙ্কে ব্যবসায়ীরা; গ্রেপ্তারের দাবিতে জনতার বিক্ষোভ

Manual1 Ad Code

গাজীপুরের শ্রীপুরে মো. জহিরুল ইসলাম লিটন (৪৭) নামে এক চিহ্নিত সন্ত্রাসী শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ও ব্যবসায়ীরা তাঁর বাড়ি ঘেরাও করে গ্রেপ্তারের দাবিতে রাতভর মিছিল করেন। ঘটনাটি ঘটে বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায় রাত সাড়ে ১০টার দিকে।

Manual1 Ad Code

কী ঘটেছিল

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, লিটন মাঝেমধ্যে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন। শুক্রবার রাতে হঠাৎ এসে তিনি চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরে উত্তেজিত জনতা তাঁর বাড়ি ঘেরাও করে।

এক বাসিন্দা সেলিম বলেন, ‘সে একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। সবাই তাকে ভয় পায়। মাদক ব্যবসাসহ নানা অপরাধের সঙ্গে সে জড়িত। প্রকাশ্যে গুলি করার পর জনতা ধাওয়া দিলে সে পালিয়ে যায়।’

Manual6 Ad Code

পুলিশের বক্তব্য

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্তকে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা তিনটি স্থানে ফাঁকা গুলির কথা বললেও কোনো গুলির খোসা বা আলামত উদ্ধার হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লিটনের অতীত

অভিযুক্ত লিটন বরামা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৩ সালের ৯ জুলাই তাঁকে র‌্যাব আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছিল। একই ইউনিয়নের আরেক চিহ্নিত সন্ত্রাসী সুমনকে গত ২৯ আগস্ট পুলিশ গ্রেপ্তার করলে সহযোগীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় পুলিশের সাত সদস্য আহত হন।

Manual8 Ad Code