সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫
জৈন্তাপুর রেজওয়ান করিম সাব্বির :: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারী হতে ১জন পাথর শ্রমিক ধরে নিয়ে গেছে বিএসএফ। স্থানীয় সূত্রে জানাযায়, সিলেটের জৈন্তাপুর উপজেলায় শ্রীপুর পাথর কোয়ারী হতে ১বারকি পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) দুপুর দেড় ১টায় সীমান্তের ১২৮০ মেইন পিলারের ১নং সাব পিলারের ভারতের অভ্যন্তরে প্রবেশ করে পাথর উত্তোলন করতে গেলে টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধাওয়া করে। এসময় সকল পাথর শ্রমিকরা নৌকা নিয়ে পালিয়ে রক্ষা পেলে এখলাস উদ্দিনকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
বিএসএফ এর হাতে আটক শ্রমিক জৈন্তাপুর উপজেলার নিজপাট ই্বউনিয়নের নয়াগাতি গ্রামের বিলাল উদ্দিনের পুত্র নাম এখলাস উদ্দিন (২৭)। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হক শ্রমিক আটকের বিষিয়টি নিশ্চিত করে তিনি জানান শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিএসএফ’র নিকট বিষয়টি জানায় আটক ব্যাক্তিকে ডাউকি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সে ডাউকি পুলিশের হেফাজতে রয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD