১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে কেন্দ্রীয় কমিটির বিলুপ্তি ও পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণার সময়-সীমা নির্ধারণ

admin
প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি, রবিবার, ২০২৪ ২২:২৭:৫৬
সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে কেন্দ্রীয় কমিটির বিলুপ্তি ও পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণার সময়-সীমা নির্ধারণ

Manual7 Ad Code

সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে কেন্দ্রীয় কমিটির বিলুপ্তি
ও পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণার সময়-সীমা নির্ধারণ

 

স্মারক নং-বিএমএসএস/কা.নি.প/স-০৩/২০২৪
তারিখ: ২৫/০২/২০২৪ইং।

Manual5 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি : আজ ২৫ ফেব্রুয়ারী ২০২৪ইং রবিবার সন্ধা ৭ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কার্যনির্বাহী পর্ষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে বিস্তর আলোচনা শেষে সভায় সর্বসম্মতিতে এবং স্বাক্ষরে ২টি রেজুলেশন হয়। এতে ১৮৬০ সালের সোসাইটি আইন অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন এবং বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি ঘোষণাসহ পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণার সময়-সীমা নির্ধারণ করা হয়।

Manual4 Ad Code

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে কার্যনির্বাহী পর্ষদের উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, ভাইস চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সগির আহমেদ, মহাসচিব মো: সুমন সরদার, কোষাধ্যক্ষ আজিজা নাজনীন, দপ্তর সম্পাদক শিরিনা আক্তার, কার্যনির্বাহী সদস্য খন্দকার আনিসুর রহমান। সভায় কার্যনির্বাহী পর্ষদের ১১ জনের মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন।

সভায় আলোচনা, কার্যক্রম ও গৃহীত সিদ্ধান্তসমূহ :
০১। বর্তমান কেন্দ্রীয় কমিটির কিছু সহযোদ্ধা সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

Manual8 Ad Code

০২। সাংগঠনিক কর্মকান্ডে কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দের দীর্ঘ অনুপস্থিতি, কারণ ও প্রতিকার।

০৩। সাম্প্রতিক সময়ে বেশকিছু সাংবাদিক নির্যাতন, হামলা-মামলার ঘটনায় যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

০৪। সাংবাদিকদের নির্যাতনের বিরুদ্ধে ও অধিকার আদায়ের জন্য অনলাইনের পাশাপাশি অফলাইনে-রাজপথে নামার লক্ষ্যে, সাংবাদিকদের কন্ঠস্বর হিসেবে সংগঠনের কার্যক্রমকে আরো বেশি বেগবান করতে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়।

Manual5 Ad Code

০৫। সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করতে একটিভ, দক্ষ-অভিজ্ঞ, প্রবীণ-নবীণ সাংবাদিকদের নিয়ে (আগামী ১০ দিনের মধ্যে আর্থিক লেনদেন মুক্ত-একটি স্বচ্ছ ও মজবুত নতুন কেন্দ্রীয় কমিটি : ২০২৪-২০২৫ পুনর্গঠন) এবং উক্ত কমিটিতে মফস্বলে কর্মরত সাংবাদিকদের সর্বোচ্চ অংশগ্রহণ ও নেতৃত্বে অগ্রাধিকার নিশ্চিত করা।

০৬। পুনর্গঠিত নতুন কেন্দ্রীয় কমিটিতে বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দের মধ্যে যারা বাদ যাবেন; তাদের আগ্রহের ভিত্তিতে প্রতিষ্ঠাকালীন ও সম্মানিত সাধারন সদস্য হিসেবে রাখা এবং পরবর্তীতে তারা যদি ইচ্ছে করেন; তাহলে নিজ নিজ বিভাগ-জেলায়ও যোগ দিয়ে একটিভ ভাবে সংগঠনে নেতৃত্ব দিতে পারবেন।

০৭। শুধুমাত্র চেয়ার দখল নয়; কর্মদক্ষতা ও যোগ্যতা অনুসারে পুনর্গঠনের পরবর্তী মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ ও কেন্দ্রীয় কমিটির সভাপতি থেকে শুরু করে যে কোনো পদে ভোটাধিকার প্রয়োগের মধ্যমে নির্বাচন করে পদবী নির্ধারণ।

ধন্যবাদান্তে,

খন্দকার আছিফুর রহমান তোতা
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান : কার্যনির্বাহী পর্ষদ

নজরুল ইসলাম মল্লিক
সি: ভাইস চেয়ারম্যান : কার্যনির্বাহী পর্ষদ

মো: সুমন সরদার
মহাসচিব: কার্যনির্বাহী পর্ষদ

প্রয়োজনে : ০১৯৪৬-৯৬২৭১৮
০১৯৪৩-৬৮৩০২৭
০১৯১১-৫৪৭৫৯৪