১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন প্রহসন হবে: নূরুল ইসলাম বুলবুল

admin
প্রকাশিত ২০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৫ ২০:৪৫:৫৭
সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন প্রহসন হবে: নূরুল ইসলাম বুলবুল

Manual2 Ad Code

সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন হলে সেটি হবে প্রহসনের নির্বাচন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

Manual2 Ad Code

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক দাওয়াতি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বুলবুল বলেন, বর্তমান সংবিধান Sheikh Hasina-কে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছে। এই সংবিধান বহাল রেখে যে-ই ক্ষমতায় আসুক না কেন, তারাও একই পথে হাঁটবে। যারা সংবিধান সংশোধনের বিরোধিতা করছে, তারা ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে চায়।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এ নিয়ে সরকারের গড়িমসি জনগণের মনে সংশয় সৃষ্টি করছে। তাই রাষ্ট্রপতির অধ্যাদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সংস্কার বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন জরুরি।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মো. শামছুর রহমান, মতিঝিল দক্ষিণ থানা আমির মোতাছিম বিল্লাহ এবং মতিঝিল উত্তর থানা আমির মো. শামছুল বারি।

Manual2 Ad Code