সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন হলে সেটি হবে প্রহসনের নির্বাচন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক দাওয়াতি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বুলবুল বলেন, বর্তমান সংবিধান Sheikh Hasina-কে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছে। এই সংবিধান বহাল রেখে যে-ই ক্ষমতায় আসুক না কেন, তারাও একই পথে হাঁটবে। যারা সংবিধান সংশোধনের বিরোধিতা করছে, তারা ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে চায়।
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এ নিয়ে সরকারের গড়িমসি জনগণের মনে সংশয় সৃষ্টি করছে। তাই রাষ্ট্রপতির অধ্যাদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সংস্কার বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন জরুরি।
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মো. শামছুর রহমান, মতিঝিল দক্ষিণ থানা আমির মোতাছিম বিল্লাহ এবং মতিঝিল উত্তর থানা আমির মো. শামছুল বারি।