সংস্কারের পক্ষে জনমত তৈরি হয়েছে: বদিউল আলম মজুমদার

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

সংস্কারের পক্ষে জনমত তৈরি হয়েছে: বদিউল আলম মজুমদার

রাজনৈতিক সংস্কারের পক্ষে জনমত তৈরি হয়েছে উল্লেখ করে সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, “রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে, তবে এর মাশুল তাদেরই দিতে হবে। এমনকি শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা আরও বাড়বে।”

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘প্রস্তাবিত জুলাই সনদ ও নাগরিক ভাবনা’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

সুজনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এ মতিনের সভাপতিত্বে সংলাপে বক্তব্য রাখেন সাবেক মহাহিসাব নিরীক্ষক ও অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিআইজিডির সিনিয়র রিসার্চ ফেলো ড. মির্জা হাসান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ মোহাম্মদ সাহান, এবং জুলাই শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তি

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার

সংলাপে উত্থাপিত প্রধান বক্তব্যসমূহ:

  • বদিউল আলম মজুমদার: সংস্কারের পক্ষে শক্ত জনমত রয়েছে। শুধু নোট অব ডিসেন্ট দিয়ে রাজনৈতিক দলের দায়িত্ব শেষ হবে না।

  • মোহাম্মদ মুসলিম চৌধুরী: মৌলিক অধিকারে যুক্ত নতুন বিষয়গুলোর বাস্তবায়ন অস্পষ্ট। গণভোটের মাধ্যমেই জাতীয় সনদ বাস্তবায়ন সবচেয়ে গ্রহণযোগ্য উপায়।

  • মনির হায়দার: সংসদে নারীর প্রতিনিধিত্ব প্রসঙ্গে কমিশনের প্রস্তাবে দলগুলো একমত হয়নি। তবে গত ছয় মাসের অর্জনে হতাশ হওয়ার কিছু নেই।

  • ড. আসিফ মোহাম্মদ সাহান: এত নোট অব ডিসেন্ট থাকার কারণে জুলাই সনদ কার্যকর বাস্তবায়নে বাধা হতে পারে।

  • সোহরাব হাসান: নির্বাচন ঘনিয়ে আসায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে।

  • ড. মির্জা হাসান: নাগরিকেরা তত্ত্বগতভাবে দেশের মালিক হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। একসঙ্গে এতগুলো সংস্কার গণভোটে দেওয়া জটিল।

  • সাবরিনা আফরোজ সেবন্তি: জুলাই হত্যাকাণ্ডের বিচার অব্যাহত রাখতে হবে, যাতে কোনো সরকারের পরিবর্তনে বিচারকাজ থেমে না যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ