১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সখীপুরে ট্রান্সফরমার চুরি বেড়েছে, চোর ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার

admin
প্রকাশিত ০৯ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৫ ১১:২১:৪৮
সখীপুরে ট্রান্সফরমার চুরি বেড়েছে, চোর ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার

Manual8 Ad Code

টাঙ্গাইল প্রতিনিধি | ৯ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলের সখীপুরে গত দুই মাসে অন্তত চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এসব চুরি ঠেকাতে চোর ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর তালুকদার। তিনি জানান, পুরস্কারের ঘোষণা প্রচারের জন্য উপজেলাজুড়ে মাইকিং করা হচ্ছে।

Manual8 Ad Code

বিদ্যুৎ বিভাগের সূত্র জানায়, সখীপুরের ১৭টি ফিডারের মাধ্যমে আশপাশের আট উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি উপজেলার কালিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী, বোয়ালী, বহুরিয়া মধ্যপাড়া ও কচুয়া পুকুরপাড় এলাকায় ট্রান্সফরমার চুরি বা চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গত নয় মাসে এ উপজেলায় অন্তত ১২টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা লিটন তালুকদার বলেন, “রাতে খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি ঠিকঠাক ছিল, সকালে দেখি ভেতরের তার ও যন্ত্রাংশ উধাও। শুধু খোসা পড়ে আছে।”

Manual8 Ad Code

বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর তালুকদার বলেন, “ট্রান্সফরমার চুরির খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়েছিলাম, কিন্তু চোরদের খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ও বিদ্যুৎ বিভাগ মিলে পাহারা বাড়ানো হয়েছে। পাশাপাশি মাইকিং ও মসজিদের ইমামদের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।”

Manual4 Ad Code

তিনি আরও বলেন, “চোর ধরিয়ে দিতে পারলে ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”

Manual5 Ad Code

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা মনে করেন, স্থানীয় মানুষ সতর্ক ও সচেতন হলে এই চুরির ঘটনা রোধ করা সম্ভব।