১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে চারতলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

admin
প্রকাশিত ০৮ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৬ ১৯:০৬:৫৭
সখীপুরে বিদ্যুতায়িত হয়ে চারতলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

Manual8 Ad Code

সখীপুর (টাঙ্গাইল), বৃহস্পতিবার
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে চারতলা ভবন থেকে পড়ে হিমেল (২০) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পৌর শহরের সখীপুর–কচুয়া সড়কের মা ও শিশু কেয়ার ক্লিনিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত হিমেল বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের সেলিম মিয়ার ছেলে। তিনি সখীপুর পৌরসভার কাউচিচালা এলাকায় নানির বাড়িতে থেকে রডমিস্ত্রির কাজ করতেন।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিমেলসহ কয়েকজন শ্রমিক ওই ক্লিনিক ভবনের চারতলায় নির্মাণকাজ করছিলেন। বেলা আড়াইটার দিকে রড ও অন্যান্য সামগ্রী তোলার সময় অসাবধানতাবশত হিমেল বিদ্যুতায়িত হন। এতে তিনি ভারসাম্য হারিয়ে চারতলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

Manual4 Ad Code

সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “বিষয়টি জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”